নিউজ ডেস্ক: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার
পুলিশ। যৌথ
অভিযানে শিলিগুড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪ কেজি ৮১২ গ্রাম ব্রাউন
সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০কোটি টাকা বলে
দাবি। ঘটনায় গ্রেফতার করা হয় তিনকে। ধৃতরা হলেন দূর্গা সৌরেন, প্রদীপ
মুন্ডা এরা খরিবাড়ির বাসিন্দা ও রশিদ শেখ মালদা কালিয়াচকের বাসিন্দা। জানা গেছে, বুধবার
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ
ও স্পেশাল অপারেশনে গ্রুপ যৌথ অভিযানে
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অভিযান চালায়। একটি
চারচাকার মালবাহী গাড়িকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি
চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। বাজেয়াপ্ত হয় বাহন
সহ চারটি মোবাইল। এরপরেই গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ আরো ২ জনকে।
পুলিশের প্রাথমিক অনুমান শিলিগুড়িতেই এই ব্রাউন সুগার হাত বদলের ছক ছিল। ধৃতদের
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে ব্রাউন সুগার এনে কোথায় পাচারের ছক ছিল খতিয়ে দেখা
হচ্ছে। এটাই বাংলায় চলতি বছরের সবচেয়ে বড় মাদক বাজেয়াপ্তের ঘটনা বলে দাবি শিলিগুড়ি
মেট্রোপলিটান পুলিশের।