নিউজ ডেস্ক: রেল লাইনে হাতি দেখে জরুরি
ব্রেক কষে ট্রেন থামালেন শিলিগুড়ি – ধুবরি ডেমু প্যাসেঞ্জারের চালক। বুধবার
ভোর ৬ টা ৩৮ মিনিটে নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে রেল লাইনে একটি
হাতি দেখতে পান ওই ট্রেনের চালক। হাতি
দেখে জরুরী ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। ট্রেনের চালক জিতেন্দ্র কুমার ও সহ
চালক ডি কুমারকে পুরুষ্কৃত করার কথা ঘোষনা
রেল। ট্রেন থামিয়ে হাতির প্রাণ বাঁচানোর
এই ভিডিও প্রকাশ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। উল্লেখ্য
সম্প্রতি ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনায় কিছুটা ব্যাক ফুটে ছিল রেল। এই ঘটনা
রেল লাইনে হাতি মৃত্যু ঠেকাতে রেল কতটা তৎপর তার নজির বলে দাবি করছেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর
এম অমরজিত গৌতম।