নিউজ ডেস্ক: দু’দশক পরে মণিপুরে প্রদর্শিত হল হিন্দি সিনেমা। ১৯৯৮ সালে শেষবারের মতো হিন্দি সিনেমা দেখেছিল মণিপুরের জনতা। ২০০২ সালে ‘পিপলস লিবারেশন আর্মি’র রাজনৈতিক শাখা ‘দ্য রেভলিউশনারি পিপলস ফ্রন্ট’ মণিপুরে হিন্দি ছবি প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করে। এই শাখা এখন নিষিদ্ধ হয়ে গেলেও গত ২৩ বছর ধরে মণিপুরে বন্ধই ছিল হিন্দি ছবি দেখানো। এই বছর ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেই নিষেধাজ্ঞা ভেঙে হিন্দি ছবি প্রদর্শন করা হলো মণিপুরে।মঙ্গলবার মণিপুরের চূড়াচাঁদপুর জেলার একটি অস্থায়ী ওপেন এয়ার থিয়েটারে চলল ভিকি কৌশল অভিনীত ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ছবিটি দেখতে হাজির হয়েছিলেন ওই এলাকার বহু মানুষ।
ছবিটি প্রদর্শনের আয়োজন করে ‘হমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। ছবি স্ক্রিনিং এর দিন এই সংস্থার তরফে বলা হয় যে, মেইতেই প্রধান সন্ত্রাসবাদী গোষ্ঠী ‘দ্য রেভলিউশনারি পিপলস ফ্রন্ট’ এর নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই ফের ছবি প্রদর্শন করে তাঁরা। শেষবার ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত এবং শাহরুখ খান, কাজল ও রানী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হে’ প্রদর্শিত হয়েছিল মণিপুরে। অবশেষে ২৫ বছর পর ফের মণিপুরে হিন্দি ছবি পা রাখল। কুকি উপজাতির ওই ছাত্র সংগঠনের দাবি মেইতেই গোষ্ঠীর দীর্ঘদিনের দেশবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং নিজেদের দেশ ভক্তির দৃষ্টান্ত রাখতে হিন্দি ছবি দেখানোর বন্দোবস্ত করেন তাঁরা।
বিগত তিন মাস যাবত অশান্ত মণিপুর। মণিপুরের জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জেরবার সেখানকার নাগরিক জীবন। বারে বারে উঠে আসছে একাধিক হিংস্র ঘটনার চিত্র। মেইতেই উপজাতি এবং কুকি উপজাতি সংঘর্ষে রক্তাক্ত হয়েছে এই পার্বত্য রাজ্য। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৬০। হিংসার জেরে ঘর ছাড়া প্রায় ষাট হাজার মানুষ।