নিউজ ডেস্ক: ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে চলছে চন্দ্রযান-৩। ১৪ জুলাই উৎক্ষেপণের পর থেকেই গোটা পৃথিবীর চোখ এখন ভারতের এই মিশনের দিকে। এরই মধ্যে একের পর এক কক্ষপথ পরিবর্তনে সাফল্য পেয়েছে চন্দ্রযান। এবার চাঁদের পঞ্চম তথা শেষ কক্ষপথেও সফলভাবে পৌঁছে গেল সে। আর কক্ষপথের মিশন শেষ করে এবার চাঁদের বুকে নামার প্রস্তুতি শুরু করছে চন্দ্রযান।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবারই চন্দ্রযান-৩ থেকে আলাদা হতে চলেছে ল্যান্ডার বিক্রম। এর আগে টুইট করে ISRO জানিয়েছে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে ইতিমধ্যে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। তবে এই সফলতার মাঝেই চিন্তা বেড়েছে বিজ্ঞানীদের। কারণ এবার গতিবেগ কমিয়ে সফট ল্যান্ডিংই হলো তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে একই উদ্দেশ্য নিয়ে চাঁদে অবতরণের শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। সেবার সফট ল্যান্ডিংই হয়েছিল ফাঁস।
উল্লেখ্য, আগামীকাল চন্দ্রযান থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার পর ২৩ অগাস্ট পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ার কথা। এরপর ল্যান্ডার থেকে আলাদা হয়ে কাজ করবে রোভার। উল্লেখ্য, চাঁদের দুর্গম দক্ষিণ মেরু জয় করে অজানা তথ্য জানাই চন্দ্রযান-৩ মিশনের উদ্দেশ্য। এ পর্যন্ত চাঁদের এই অঞ্চল ধরাছোঁয়ার বাইরে রয়েছে বহির্বিশ্বের কাছে।