নিউজ ডেস্ক:
ফের ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখাল অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। বিগত প্রায় তিন চার মাস ধরে অর্ধেক
পেনশন পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অভিযোগ তুলে আজ ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখান পেনশন প্রাপকরা। তাদের
দাবি, বেশ কয়েকমাস ধরেই তারা অর্ধেক পেনশন পাছেন।কিন্তু
পুরসভাকর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হচ্ছে না। আজ তারা পুরসভার
চেয়ারপার্সনের সাথে দেখা করতে গেলে ভাটপাড়া থানার পুলিশ তাদের গেটেই আটকে দেয়।
পরবর্তী সময়ে পেনশন প্রাপকরা ভাটপাড়া পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে
শুরু করে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পেনশন প্রাপকদের ৫ সদস্যের প্রতিনিধি
দল দেখা করতে যান চেয়ারপার্সনের সাথে। যদিও এই বিক্ষোভ নিয়ে মুখ খুলতে নারাজ পুর
কর্তৃপক্ষ। বিজেপির অভিযোগ পুরসভা দেউলিয়া হওয়ার
পথে। তাই টাকা দিতে পাচ্ছে না।