নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী জারিন খান। হাসপাতালে ভর্তি তিনি। বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় হাতে স্যালাইনের চ্যানেল করা রয়েছে তাঁর। হ্যাশট্যাগ দিয়ে ওই ছবিতে তিনি লিখেছিলেন ‘লাইফ আপডেট’। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। রক্ত পরীক্ষায় দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ওই বলি ডিভা। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
সম্প্রতি মুম্বাইতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে যে চলতি মাসের প্রথম সপ্তাতেই প্রায় ১৫৭ জন মুম্বাইবাসী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ১৩ আগস্ট সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩১৭। শুধুমাত্র এই বলি অভিনেত্রীই নয় বিগ বস ওটিটি ২-এর প্রতিযোগী অভিষেক মলহানও সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।
বলিউডে জারিন খানের অভিষেক হয় সলমন খানের হাত ধরে। ২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর সলমন খানের ‘রেডি’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছিল তাঁকে। ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ২’, ‘১৯২১’-এর মতো ছবিতেও কাজ করেছিলেন জারিন। ‘বীর’ ছবিতে কাজের সময় সলমন খানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলেও গুঞ্জন শুরু হয়েছিল বিটাউনে। তবে শুধুমাত্র হিন্দি নয়, তামিল, তেলেগু ও পাঞ্জাবি ছবিতেও কাজ করেছিলেন এই অভিনেত্রী।