নিউজ ডেস্ক: অসম থেকে সম্পুর্ণ ভাবে বিলুপ্তির পথে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’। মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এই প্রসঙ্গে হিমন্ত বলেন, “কেন্দ্রের কাছে ‘আফস্পা’ রাখার জন্যে ৬২ বার অনুরোধ করেছিল পূর্বের ক্ষমতাসীন সরকারগুলি। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভালো। সেকারণে আমাদের সরকারের প্রধান লক্ষ্য হল চলতি বছরের মধ্যে এই আইন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া।” মুখ্যমন্ত্রী জানান, তাঁর আমলে রাজ্যের বিদ্রোহী দলগুলির সঙ্গে ৮টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমনকি, সেই সমস্ত দলের প্রায় ৮ হাজার সদস্য বর্তমানে মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে রাজ্যজুড়ে এধরণের আইন রাখার কোনও প্রয়োজনীয়তা নেই বলে জানান হিমন্ত।
গত বছরের এপ্রিলে অসমের ২৪টি জেলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ‘আফস্পা’। এই মুহূর্তে অসমের ৮টি জেলায় কার্যকর রয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট(AFSPA)। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাকি জেলাগুলি থেকেও এবার সরিয়ে নেওয়া হবে এই আইন।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর-পূর্বে সফরকালে অসমের পরিবর্তিত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, অসমে নাশকতার পরিমাণ কমে যাওয়ার কথাও জানান তিনি। এবার মোদীর সুরে সুর মিলিয়ে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তবে অগ্নিগর্ভ মণিপুরের বর্তমান পরিস্থিতির নিরিখে হিমন্তের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।