নিউজ ডেস্ক: বৃহস্পতিবার একদিনের সফরে কলকাতা আসছেন রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু। আজ সকালেই বিমানবন্দরে নামার কথা তাঁর। বিমানবন্দর থেকে সরাসরি তিনি
চলে যাবেন রাজভবন এবং বিকেলের ফ্লাইটে আবার দিল্লি ফিরে যাবেন দৌপদী মুর্মু। রাষ্ট্রপতির
একদিনের এই সফরের জন্য কলকাতা শহর জুড়ে যান চলাচল সারাদিন নিয়ন্ত্রণে থাকবে বলেই জানা
গিয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত
হাডকো থেকে সায়েন্স সিটি পর্যন্ত ইএম বাইপাসের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
তবে জনগণের সুবিধার্থে বিকল্প রাস্তা হিসাবে খোলা থাকবে সিআইটি রোড বা এপিসি রায় রোড
থেকে এজেসি বোস রোডের দিকের রাস্তা।
অপরদিকে, মা ফ্লাইওভার এবং এজেসি বোস রোডের ফ্লাইওভারও পুলিশ
নিয়ন্ত্রণ করবে। খোলা থাকবে পার্ক সার্কাস কানেক্টর এবং এজেসি বোস রোড-পার্কস্ট্রিট
কিংবা শেকস্পীয়র সরণি। তবে দুপুর ২টো ৫০ থেকে ৩টে পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে কারণ
ওই সময় এই রাস্তা ধরেই রাষ্ট্রপতি মুর্মু ফিরবেন।
জানা গিয়েছে, সকাল ১১টা ০৫ মিনিটে রাজভবনে পৌঁছবেন রাষ্ট্রপতি।
সেখানে ব্রহ্ম কুমারীদের আয়োজিত ‘নেশামুক্ত ভারত অভিযান’-এ
যোগ দেবেন তিনি। মধ্যাহ্নভোজনের পর ১টা ১৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি গার্ডেনরিচের উদ্দেশে
রওনা দেবেন। সেখানে শিপিং ইয়ার্ডে ভারতীয় নৌসেনার ১৭তম প্রকল্পের জাহাজ ‘বিন্ধ্যগিরি’র
উদ্বোধন করবেন দ্রৌপদী মুর্মু। আজই দুপুর ৩টে ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে নিয়ে বিমান রওনা
দেবে দিল্লির উদ্দেশে।