নিউজ ডেস্ক: প্রবল বর্ষায় বিধ্বস্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। ধসে গিয়েছে একাধিক রাস্তা, বাড়ি। সেই সঙ্গে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে এই দুই রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ফের বাড়ছে যমুনার জলস্তর। কেন্দ্রীয় জল কমিশন সূত্রের খবর, দিল্লির পুরনো যমুনা ব্রিজের কাছে বুধবার রাতে ২০৫.৩৯ মিটার ছাড়িয়ে গিয়েছে জলস্তর।
পরিস্থিতি বেগতিক বুঝে নদীর উপকূলবর্তী নিচু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে দিল্লির সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতর। ইতিমধ্যেই এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও শুরু করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক আধিকারিক।
উল্লেখ্য, গত জুলাই মাসেও প্রবল বৃষ্টিপাতের কারণে বিপদসীমার উর্ধ্বে পৌঁছে যায় যমুনার জলস্তর। বন্যা কবলিত হয়ে পড়ে একাধিক এলাকা। প্রায় ২৭ হাজার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ফের একই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে দিল্লিবাসী।
অন্যদিকে, টানা তিনদিনের মেঘ ভাঙা বৃষ্টি এবং ধসের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশে। ধসে গিয়েছে একাধিক দর্শনীয় স্থান এবং ১০০ বছরের পুরনো মন্দির। মাটি সরে গিয়ে কার্যত হাওয়ায় ভাসছে রেল লাইন। রাজ্যে জুড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। নিখোঁজ এখনও ১৩ জন। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার পর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
Tags: NULL