নিউজ ডেস্ক: শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ জুড়ে গিয়েছে মেট্রো পরিষেবায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ধীরে ধীরে যাত্রীর সংখ্যাও বেড়েছে। শহরের অন্যতম অফিস পাড়ায় যাতায়াতে তাই মেট্রোতে চড়তেই পছন্দ করেন বেশির ভাগ অফিস যাত্রী। তবে আগামী শনিবার অফিস যেতে নাকানিচোবানি খেতে ববে বলেই আশঙ্কা। কারণ ওই দিন অর্থাৎ ১৯ অগাস্ট বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তবে শুধু এই একদিনই নয়, আগামী ২৬ অগাস্টও বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য়ই ১৯ ও ২৬ অগাস্ট, এই দুইদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। ইন্টিগ্রেটেড সেফটি সিস্টেম ইতোমধ্য়েই চালু হয়েছে মেট্রোতে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের জন্য অন্যতম দরকারি অংশই হল ইন্টিগ্রেটেড সেফটি। এই সুরক্ষা পদ্ধতিটি নির্বিঘ্নে পরীক্ষা করার জন্য়ই দুদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সেই মর্মে মেট্রোর তরফে নোটিশও জারি করা হয়েছে। যাত্রীদের এই ব্যঘাতের জেরে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন মেট্রোর আধিকারিকেরা।
যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক সময়ই এই মেট্রো লাইনে বাড়তি পরিষেবা দিতে দেখা গিয়েছে। বিশেষ করে কলকাতা বইমেলার সময়ে এবং যুবভারতীতে কোনো খেলার সময়ে সল্টলেকে আসতে মেট্রোতেই ভরসা রাখেন বেশির ভাগ মানুষ। তাই ওই সময়ে বাড়তি মেট্রো চালানো হয়েছিল। শহর জুড়ে মেট্রোর সম্প্রসারণও ঘটছে। গঙ্গার তলা থেকে মেট্রো চলা শুরু হলে সেক্টর ফাইভ থেকে একেবারে হাওড়া ময়দান পৌঁছানো যাবে। অন্যদিকে জোকা-তারাতলা মেট্রো সম্প্রসারিত হয়ে বিবাদি বাগ পৌঁছাবে। এগিয়ে গিয়েছে গড়িয়া-রুবি পর্যন্ত মেট্রোর রুট।