নিউজ ডেস্ক: ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন।
এই উপনির্বাচন বিজেপির কাছে লোকসভা নির্বাচনের আগে যেন লিটমাস টেস্ট। তাই উপনির্বাচনে
জিততে মরিয়া গেরুয়া শিবির। এবার এই উপ নির্বাচনের জন্য ৪০ জন তারকা
প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ
ফলাফল না হওয়ায় চাপে গেরুয়া শিবির, অভিযোগ তৃণমূলের।
শুধুমাত্র একটি
বিধানসভার উপ নির্বাচনে এর আগে কখনও এতজন তারকা প্রচারককে ময়দানে নামায়নি বিজেপি। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনে
গা ঘামিয়ে নিতে চাইছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ উত্তরবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় ৪০ জনকে
ময়দানে নামাতে চলেছে বিজেপি।
তবে বিষয়ে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ি বলেন, “দলের কেন্দ্রীয়
কমিটি রাজ্য কমিটির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটি নির্বাচন দলের কাছে
গুরুত্বপূর্ণ। তা উপনির্বাচনই হোক না কেন। আর যে ৪০ জনের নাম ঘোষণা হয়েছে তাদের বেশিরভাগ
বাংলার নেতৃত্ব। বিজেপির তারকা প্রচারক নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা বা কোন
বড় মাপের ক্যাবিনেট মন্ত্রী তাঁরা কেউই থাকছেন না। রাজ্যের নেতাদের ওপরেই এই নির্বাচন
জয়ের দায়িত্ব রয়েছে”।
প্রসঙ্গত এই নির্বাচনে প্রার্থীতে চমক দিয়েছে বিজেপি। প্রার্থী
হয়েছে পুলওয়ামায় নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়। তারকা প্রচারক বলা হলেও বেশিরভাগ বাস্তবে
রাজ্যের নেতা। তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট
চট্টোপাধ্যায়, নিশীথ প্রমাণিক, অনন্ত মহারাজ, রাজু বিস্তা, অভিনেতা ও দলের নেতা হিরণ
সহ রাজ্যের প্রায় সমস্ত প্রথম সারির নেতৃত্ব।