নিউজ ডেস্ক: বাগুইআটি
দেশবন্ধু নগর হাসপাতালে সদ্যোজাত শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাসপাতালের বিরুদ্ধে
গাফিলতির অভিযোগ জানিয়ে বিক্ষোভে দেখায় রোগীর পরিবার। দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরের বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে
ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই বাগুইআটি থানায় রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভযোগ
জানানো হয়।
নারায়ণপুর কাদিহাটি
এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুপ্রিয়া চক্রবর্তী ১৩ই আগস্ট ভর্তি হন বাগুইআটি
দেশবন্ধু নগর হাসপাতালে। পরের দিন তিনি সন্তানের জন্ম দেন। সেই সময় মা এবং শিশু দুজনেই ভালো আছে
বলে জানান চিকিৎসক। আজ তাদের ছেড়ে দেওয়ার কথা। কিন্তু সকালে তাদের জানানো হয় সদ্যোজাত
শিশুর মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায়
গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার।
অভিযোগ সদ্যজাতের
শরীরে ছোপ ছোপ দাগ ছিল। সঠিকভাবে তাকে দেখাশোনা করা হয়নি। শিশুর স্বাস্থ্যের অবনতি হচ্ছে
চিকিৎসক বুঝতে পেরেও অন্যত্র রেফার করেননি। এই হাসপাতালে পরিকাঠামো
নেই বলে দাবি রোগীর পরিবারের। প্রসঙ্গত দীর্ঘ দিন ধরেই এই হাসপাতালে চিকিৎসক কম ও পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে দাবি স্থানীয়দের। চিকিৎসকের গাফিলতির জেরেই
মৃত্যু হয়েছে ওই শিশুটির বলে দাবি করছে পরিবার। তারা বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি তাদের
এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এবং
তাদের স্বাস্থ্য ভবন যেতে বলে। এরপর হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ
দেখায় পরিবারের লোকজন। শিশুটির মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হোক বলে দাবি তোলে পরিবার।