নিউজ ডেস্ক: বঙ্গোপসাগর জুড়ে চোখ রাঙাচ্ছে বিরাট ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই রাজ্যে শক্তিশালী হতে পারে বর্ষা। শুক্রবার পর্যন্ত বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যা নিম্নচাপে পরিণত হবে।
উত্তর-পশ্চিম ভারতে এর মধ্য়েই শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। ফলে ঘূর্ণাবর্ত ধিরে ধিরে নিম্নচাপের রূপ নিচ্ছে। ওড়িশা উপকূলের দিকে মুখ রয়েছে এই নিম্নচাপের। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও এই বৃষ্টির পরেই তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছেন তাঁরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। বুধবার কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.৬ ডিগ্রি ও ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৩ থেকে ৯৫ শতাংশ।
কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়াতেও ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। যদিও শুক্রবারের পর থেকেই বৃষ্টির রেশ কমতে শুরু করবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার থেকে ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।