নিউজ ডেস্ক: চাঁদ ছোঁয়ার স্বপ্নে আরও এক কদম এগিয়ে গেল চন্দ্রযান-৩। গতকাল চাঁদের শেষ কক্ষপথে সফল প্রবেশের পরপরই আজ পরিকল্পনামাফিক সঠিক সময়েই চন্দ্রযান থেকে বিচ্ছিন্ন হলো ল্যান্ডার বিক্রম। ISRO সূত্রে আগেই জানানো হয়েছিল ১৭ অগাস্ট অর্থাৎ আজ দুপুর ১ টা থেকে ১.৩০ এর মধ্যে প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। আপাতত এই কাজেও সফল ল্যান্ডার বিক্রম। এবার পাখির চোখ সফট ল্যান্ডিং।
চন্দ্রযান-২ এর ক্ষেত্রেও ল্যান্ডার সফলভাবে বিচ্ছিন্ন হলেও সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল সেই মিশন। এই কারণে এবার ল্যান্ডিং নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে ISRO। জানা যাচ্ছে, ল্যান্ডিং আরও নিরাপদ করতে এবার ৫০০ বর্গ মিটারের পরিবর্তে নির্বাচন করা হয়েছে ৪x২.৪ কিলোমিটার এলাকা। বদল হয়েছে ল্যান্ডারের নকশাতেও। ল্যান্ডারে রয়েছে এবার ৪ টি থ্রাস্টার, যা আগের মিশনে ছিল ১ টিই। আপাতত চাঁদের নিকটতম বিন্দু পেরিলুনের ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চূড়ান্ত অবতরণের কাজ শুরু করবে বিক্রম।
উল্লেখ্য, আগামী ২৩ অগাস্ট বিকেল ৫.৪৭ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে পালকের মতো নেমে আসার কথা চন্দ্রযান-৩-এর। NASA-র মতে, চাঁদের এই দুর্গম এলাকায় সূর্যালোক প্রবেশ করেনি কয়েক কোটি বছর ধরে। এ পর্যন্ত কোনও দেশই জয় করতে পারেনি দক্ষিণ মেরু। এই অঞ্চলেরই ভূমিরূপ পরীক্ষা, জলের অস্তিত্ব নিয়ে তথ্য জোগাড় করতে চলেছে চন্দ্রযান-৩। এদিকে চন্দ্রযানের আগেই লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে দাবি রাশিয়ার।