নিউজ ডেস্ক: প্রজাপতির সাফল্যের পর ফের বড়পর্দায় আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে কিছুদিন প্রকাশ পেয়েছিল নতুন ছবিতে মিঠুনের প্রথম লুক। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটো গল্প কাবুলিওয়ালা আরো একবার ফের আসবে বড় পর্দায়। আর সেই আফগান কাবুলিওয়ালা রহমতের চরিত্রেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সপ্তাহ দুয়েক আগেই শুরু হয়েছে এই ছবির শুটিং।
কাবুলিওয়ালা গল্পে আফগান ফল বিক্রেতার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ছোটো মিনির। সেই অসমবয়সী বন্ধুত্বই মূল গল্প। তাই ছবিতে মিনির চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। গল্পে দুই বয়সে দেখা গিয়েছে মিনি চরিত্রটিকে। একটি বাল্য বয়সে এবং অন্যটি কিশোরী বয়সে। ছবির শুটিং শুরু হয়ে গেলেও এখনো অবধি নায়িকা কে তা প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা।
অবশ্য শোনা যাচ্ছে যে খুদে শিল্পী মিষ্টিকে দেখা যেতে পারে এই চরিত্রে। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পরে বড় পর্দায় দেখা যেতে চলেছে মিঠাই ওরফে সৌমিতৃষাকে। দেবের বিপরীতে অভিনয় দিয়ে টলিউডে অভিষেক হবে তাঁর। ছোটো পর্দায় তাঁর মেয়ে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিল অনুমেঘা কাহালি। শোনা যাচ্ছে যে সৌমিতৃষার মতোই বড় মাপের কোনো অভিনেতার সঙ্গে বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁরও। বলাই বাহুল্য কাবুলিওয়ালাতে মিনির চরিত্রে তাঁকেই দেখা যাবে কিনা সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও অনুমেঘার মা এই মুহূর্তে কিছুই বলতে পারবেন না বলেই জানিয়েছেন।
বাঙালিরা বইয়ের পাতার পর প্রথম কাবুলিওয়ালার সাক্ষাৎ পায় তপন সিংহ পরিচালিত ছবিতে। তাই কাবুলিওয়ালা বলতেই মনে পড়ে সাদা কালো পর্দায় ছবি বিশ্বাসের মুখখানি। সেই সময় মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। ছয় দশকেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া কাবুলিওয়ালা ছবিতে রহমত ও মিনির সমীকরণ মন কেড়েছিল সকলের। ২০২৩ সালে দাঁড়িয়ে সুমন ঘোষের পরিচালনায় সে সম্পর্ক কতখানি মনে দাগ কাটতে পারে তা এখন দেখার অপেক্ষা।