নিউজ ডেস্ক: যাদবপুর র্যাগিং কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর। এবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসল বিজেপির যুব মোর্চা। ৮বি বাস স্ট্যান্ডের কাছে দেওয়া হয় এই ধর্না। এই ধর্নার নেতৃত্বে দেখা যায় বিজেপি নেতা রাহুল সিনহা এবং ইন্দ্রনীল খাঁকে। র্যাগিং মুক্ত ক্যাম্পাস চেয়ে বড় বড় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় যুব মোর্চা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইন্দ্রনীল খাঁ বলেন,’৩৪ বছরের বাম শাসনের ফলে যাদবপুর চত্বর প্রথম থেকেই নকশালদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে। এখানকার নেশাচক্র সর্বজনবিদিত। তবে গত সাড়ে বছর ধরে তৃণমূল সরকারের শাসনেও নেওয়া হয় নি কোনওরকম পদক্ষেপ।’ তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন এবং শিক্ষা দফতর যেখানে তৃণমূল সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে বছরের পর বছর অবাধে যাদবপুরে কীভাবে র্যাগিং চলে আসছে? পাশাপাশি, ক্যাম্পাস এবং হস্টেল চত্বরে সিসিটিভি ক্যামেরা না বসানো নিয়েও সমালোচনা করেন বিজেপির এই মুখপাত্র।
উল্লেখ্য, র্যাগিং কাণ্ড নিয়ে ইতিমধ্যে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন হস্টেলের সুপার। তাঁর দাবি, হস্টেলে যে র্যাগিং হয় তা তিনি জানতেন। এবং বহুবার এই বিষয়ে অবগত করিয়েছেন তিনি কর্তৃপক্ষকে। কিন্তু বিষয়টি নিয়ে নাকি প্রতিবারই উদাসীনতা দেখিয়েছে কর্তৃপক্ষ। এমনকি হস্টেলে নেশা করার প্রবণতা বৃদ্ধি নিয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন কর্তৃপক্ষের, কিন্তু তাতেও কোনও ব্যবস্থা নেয় নি তারা। এই বিষয়টি সামনে আসার পর থেকে জনমানসে আরও বেড়ে চলেছে ক্ষোভ।