নিউজ ডেস্ক: মণিপুরে ব্যাঙ্কের ইচ্ছুক
ঋণগ্রহীতাদের জন্য দীর্ঘ বছরের কিস্তি মকুবের সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বৃহস্পতিবার ১৭ অগাস্ট ব্যাঙ্কের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোভিডের সময় দেশজুড়ে সমস্ত ঋণগ্রহীতাদেরকে এই কিস্তি মকুবের সুবিধে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক
অফ ইন্ডিয়া। এবার মণিপুরের অশান্ত পরিবেশে এই সিদ্ধান্তে যেন কিছুটা হলেও শান্তি ফিরল
মণিপুরবাসীর মনে। তবে স্টেট ব্যাঙ্ক তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইতিমধ্যেই যে সমস্ত
ঋণগ্রহীতাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক মারফত অনুৎপাদক সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে, তারা এই
সুবিধে থেকে বঞ্চিত হবেন।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মণিপুরবাসীর
জন্য সুখবর দিল। অশান্তির আবহে মণিপুরের অনেক মানুষের রোজগার বন্ধ হয়ে রয়েছে। জনজীবনে
স্বাভাবিক ছন্দ না থাকায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক যে
ঘোষণা করেছে তাতে অনেকেরই সুরাহা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিগত তিন মাস ধরে মণিপুর জুড়ে চলছে প্রবল
গোষ্ঠী সংঘর্ষ আর বেলাগাম হিংসা। সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠী এবং কুকি উপজাতির সংঘর্ষে
রক্তাক্ত রয়েছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। এখনও পর্যন্ত সরকারি হিসাবে নিহতের
সংখ্যা ১৬০। হিংসার জেরে ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে হিংসার পরিবেশ নিয়ন্ত্রণে আনার
চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। বিগত কয়েকদিনে যে সেখানে শান্তি ফিরেছে সেই আশ্বাস দেন
নরেন্দ্র মোদী।