নিউজ ডেস্ক: উপত্যকার নির্বাচিত কয়েকটি এলাকা অবরোধ করে পাহাড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। কুকি সম্প্রদায়ের এই অভিযোগের ভিত্তিতে মণিপুরের দুই প্রধান জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল দ্য কমিটি অন ট্রাইবাল ইউনিটি(CoTU)।
রাজ্যের প্রধান উপজাতি সংগঠনের দাবি, শীঘ্রই এই সমস্যার কোনও সমাধান না করা হলে তিন দিনের মধ্যে ২ নং এবং ৩৭ নং জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, এনএইচ ২’র মাধ্যমে নাগাল্যান্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে মণিপুর। অন্যদিকে, অসমের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হল এনএইচ ৩৭। ফলে এই দুই জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে কার্যত অচল হয়ে পড়বে উত্তর-পূর্বের এই রাজ্য। এমনিতেই মে মাসে অশান্তি শুরু হওয়ার পর দীর্ঘদিন অবরুদ্ধ ছিল এনএইচ ২। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয় CoTU সংগঠন।
সংগঠনের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর এনজি লুন কিপজেন জানান, রাজ্যবাসীর একাংশের অমত সত্ত্বেও রাজ্যের মঙ্গলার্থে কেন্দ্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তার সংগঠন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ফের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংগঠন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত তিন মাস ধরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে উত্তপ্ত মণিপুরে। তবে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের হস্তক্ষেপে এই মুহূর্তে অশান্তির আঁচ কিছুটা কমেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। কিন্তু রাজ্যের প্রধান উপজাতি সংগঠনের এই ঘোষণায় নতুন করে অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে।