নিউজ ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে হঠাৎ করেই আলোচনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। বুধবার রাতে তিনি ইংরেজিতে একটি বাক্য লিখে পোস্ট করেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে ভীষণ অন্ধকার, এত অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না। পরে যদিও জানা যায় যে অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়। জ্বরে কাহিল তিনি। আপাতত ডাক্তারদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন তিনি।
কিছুদিন আগেই জানিয়েছিলেন অসুস্থতার জন্য ডাক্তার দেখাচ্ছেন তিনি। তাঁর হার্টে কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন ডাক্তাররা। তবে এইবার জ্বরে পড়েছেন তিনি। এতটাই কাহিল তিনি যে ছবির শুটিং ক্যান্সেল করে দিতে হয়। বৃহস্পতিবার তাঁর পরবর্তী ছবি ‘দশম অবতার’-এর শেষ কিছু শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল তাঁর। জানা গিয়েছে তা ক্যান্সেল করে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় দশম অবতার ছবির শুটিংয়ে চুটিয়ে মজা করছে তাঁর টিম। একটি ভিডিয়োতে পরিচালকের সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা যায় প্রসেনজিৎ, অনির্বান ও জয়াকে। শুটিং প্রায় শেষের দিকে শুধু একটিমাত্র আউটডোর শুটিং বাকি ছিল। সেই শুটিংয়ে অনির্বান ভট্টাচার্য ও জয়া আহসানের থাকার কথা ছিল। বৃহস্পতিবার উত্তরবঙ্গে রওনা দিতেন তাঁরা। কিন্তু পরিচালকের অসুস্থতার জন্য তা পিছিয়ে গিয়েছে।