নিউজ ডেস্ক: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়কে
চিঠি দিয়ে মোট ১২ টি পয়েন্টে তথ্য চেয়ে পাঠাল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। বুধবার ইউজিসির তরফে যাদবপুর
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই চিঠি পাঠানো হয়। মূলত বিশ্ববিদ্যালয়ে র্যাগিং
ঠেকাতে ইউজিসির নিজস্ব নিয়ম কানুন অনুসরণ করা হয়েছিল কি না সে সম্পর্কে বিস্তারিত
তথ্য প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়।
যাদবপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর পরই
ইউজিসির তরফে ঘটনার বিস্তারিত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে চেয়ে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের তরফে ওই চিঠির উত্তর দেওয়া হলেও সেই উত্তরে সন্তুষ্ট নয় ইউজিসি। বুধবার ফের একদফায় ইউজিসি চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
জানা গেছে ওই চিঠিতে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের
কাছে বেশ কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। তার মধ্যে অন্যতম র্যাগিং সংক্রান্ত আইন
কানুন এবং তা না মেনে চললে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে ছাত্রদের লিফলেট দিয়ে
জানানো হয়েছিল কি না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলার জন্য পড়ুয়াদের কাছে এফিডেভিট নেওয়া হয়েছিল
কি না বা এডমিশন ফর্মে এন্টি র্যাগিং কমিটির ফোন নম্বর ছাপা ছিল কি না এমন গুরুত্বপূর্ণ একাধিক
বিষয়। ইউজিসি এই প্রশ্নগুলির উত্তর চাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে সমস্ত
উত্তরের সংশ্লিষ্ট নথি চেয়ে পাঠিয়েছে।