নিউজ ডেস্ক: বাংলাদেশি তারকা দম্পতি শরিফুল ও পরীমণিকে নিয়ে চর্চার অন্ত নেই। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে তাঁদের সাংসারিক জীবনের কেচ্ছা এসে পড়েছে এপার বাংলাতেও। শরিফুল রাজের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর সঙ্গে থাকবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। গত ১০ অগাস্ট ১৫ লক্ষ টাকা খরচা করে মহা ধুমধামে জন্মদিন পালন করেছিলেন তাঁদের একমাত্র পুত্র সন্তান রাজ্যের। যদিও সেখানেও দেখা মেলেনি রাজের।
তার ঠিক ছয় দিন পর মনোমালিন্য ভুলে একসঙ্গে দেখা গেল তাঁদের। বাংলাদেশের এক প্রযোজনা সংস্থার অফিসে একসঙ্গে রাজ্যর জন্মদিন পালন করতে দেখা গেল তাঁদের। একসঙ্গে ছেলেকে নিয়ে কেক কাটছেন তাঁরা। এরপরে একটি ভিডিয়োতে পরিমণিকে গান গাইতেও শোনা যায়। শোনা যাচ্ছে সংগীত শিল্পী দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী রাজ-পরিকে আপস করিয়েছেন।
তাঁদের আলিঙ্গনরত মুহূর্তের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। রাজের সঙ্গে সংসার করবেন না বলে জানানোর পরে কেটে গিয়েছে বহুদিন। গলেছে মান অভিমানের বরফ। তাই ছেলের মুখ চেয়ে ফের একত্রে রাজ-পরি। শরিফুল বলেন ছেলেকে একটি সুন্দর জীবন দিতেই মনোমানিল্য কাটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।