নিউজ ডেস্কঃ অবশেষে সিসিটিভি ক্যামেরা
বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর কড়াকড়ি করতে চলেছে যাদবপুর
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশ্য বেশ কয়েক বছর আগে যাদবপুরে
সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়াদের চাপে এই সিদ্ধান্ত
প্রত্যাহার করতে বাধ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিসিটিভির পাশাপাশি পরিচয় পত্র নিয়ে
বিশ্ববিদ্যালয়ে ঢোকা বাধ্যতামূলক করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে
সিসিটিভি লাগানো হবে। হোস্টেল,
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ও লনে সিসিটিভি
লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছ। এবার থেকে হোস্টেলে ঢুকতে ও বেরোতে গেলে রেজিস্টারে নাম লিখতে
হবে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে
ক্যাম্পাসে মাদক ও নেশাজাত দ্রব্য নিয়ে প্রেবশ
নিষিদ্ধ করা হয়েছে। মাদকসহ ধরা পড়লে যার
বিরুদ্ধে অভিযোগ উঠবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তাল পরিস্থিতি। রাজ্য জুড়ে নানান প্রান্তে চলছে
প্রতিবাদ কর্মসূচি। ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এখন অবধি মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলার রুজু হয়েছে। ধৃতদের
বিরুদ্ধে খুনের ধারা লাগু করা হয়েছে। তারপরেও থামছে না
প্রতিবাদের আগুন। শেষবার সিসিটিভি লাগানোর পরিকল্পনা হলে ক্ষোভে ফেটে পড়ুয়ারা। এবার পরিস্থিতি অবশ্য ভিন্ন। সিসিটিভি লাগানোর খবরের পরেও যাদবপুরের অন্দরে চাপা ক্ষোভ থাকলেও এ নিয়ে প্রকাশ্যে কোন প্রতিবাদ কর্মসূচি দেখা যায় নি।