নিউজ ডেস্ক: ইতিমধ্যেই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত দীর্ঘ
দূরত্ব জুড়ে গিয়েছে মেট্রো পরিষেবায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুটে ধীরে ধীরে বেড়ে চলেছে
যাত্রী সংখ্যাও। তবে যাত্রীদের অনেকদিনের অপেক্ষা ঠিক কবে হাওড়া ময়দান থেকে গঙ্গার
তলা দিয়ে মেট্রো এসে পৌঁছবে সেক্টর ফাইভে! এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হাওড়া
ময়দান এবং এসপ্লানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর লক্ষ্যে আপাতত হার্ডওয়্যার
এবং সফ্টওয়্যারের মেলবন্ধনে জুড়ে যাচ্ছে এই দুই প্রান্তিক স্টেশন— সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান। তবে বৌবাজারে বেশ কয়েকবার
বিপত্তির কারণে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে এখনই ছুটবে না মেট্রো। আর এই রুটে
মেট্রো পরিষেবা চালানোর ট্রায়ালের জন্য আগামীকাল শনিবার এবং ২৬ অগাস্ট ইস্ট-ওয়েস্ট
মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সম্পূর্ণরূপে।
মেট্রো সূত্রের
খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা
নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বি বা দী বাগ এবং এসপ্লানেড
স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।
ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর ফাইভ এবং শিয়ালদহের
মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
কলকাতা মেট্রোর
মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে সরাসরি মেট্রো চালু হওয়ার আগেই প্রযুক্তিগত
সংযুক্তির জন্যেই দুদিন বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা। তবে এই রুটের মেট্রোয় সিগন্যালিং
থেকে শুরু করে অন্য সব ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হয়েছে
বলে জানা গিয়েছে।