নিউজ ডেস্ক: পথে-ঘাটে-ট্রেনে-বাসে মোবাইল চুরি নিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কিন্তু এই সমস্যায় শুধু আমাদেরকেই ভুগতে হয় বা বলা ভালো ভারতেই মোবাইল চোরেদের রমরমা শুধু এ কথা ভাবা ভুল। কারণ সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত, মোবাইল চুরির সংখ্যায় রীতিমতো উদ্বেগজনক স্থানে রয়েছে খোদ লন্ডন! জানা যাচ্ছে, লন্ডনে প্রতি ৬ মিনিটে চুরি যায় ১ টি করে মোবাইল ফোন। লন্ডন প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা শহরে ৯০,৮৬৪ টি ফোন চুরি হয়েছে ইতিমধ্যে। তাদের হিসেবে প্রতিদিন প্রায় ২৫০ টা করে চুরি যায় মোবাইল!
এই বিষয় সমাধান চাইতে ইতিমধ্যেই লন্ডনের মানুষ-জন দ্বারস্থ হয়েছেন শহরের পুলিশ প্রশাসনের কাছে। ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার মার্ক রাউলি এবং লন্ডনের মেয়র সাদিক খান সতর্কতা অবলম্বন করতে প্রকাশ করেছেন একগুচ্ছ নির্দেশিকা। অ্যাপেল, স্যামসং-এর মতো ফোন নির্মাতা কোম্পানিগুলিকে ডিভাইসে আরও সুরক্ষিত প্রযুক্তি আনার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, ১৪ থেকে ২০ বছর বয়সীদের মোবাইল ফোনই চুরি যাওয়ার প্রবণতা অধিক দেখা যাচ্ছে।
মেয়র সাদিক খান জানান, সবচেয়ে বড় সমস্যা হলো, ফোন চুরি করে চোরা বাজারে বেচে দেওয়া বেশ সহজ এবং লাভদায়ক। এই কারণে দিন দিন বেড়ে চলেছে এই মোবাইল চুরি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শহরে চুরি যাওয়া জিনিসের প্রায় ৭০% ই হল মোবাইল। অন্যদিকে স্যার মার্ক রাউলি বলেন, চুরি যাওয়া মোবাইল ফের নতুন ব্যবহারকারীর নামে নথিভুক্তও হয়ে যাচ্ছে। এর পিছনে একটি বিরাট চক্র কাজ করছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সার্বিকভাবে তদন্তে নেমেছেন লন্ডন প্রশাসন বলেও আশ্বস্ত করেন তিনি।