নিউজ ডেস্ক: যুদ্ধক্ষেত্রের প্রতিকূল পরিবেশে দীর্ঘক্ষণ লড়াইয়ের জন্য প্রয়োজন ভারি আগ্নেয়াস্ত্র। সেক্ষেত্রে শরীর যত হালকা রাখা যায় ততই মঙ্গল। কিন্তু তাতে সমস্যা দেখা দিয়েছিল বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে। ভারতীয় সেনায় বর্তমানে ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটগুলির ওজন ১০.৫ কিলোগ্রাম। এবার সেই সমস্যার কথা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে হালকা জ্যাকেট তৈরি করলেন দিল্লি আইআইটি’র গবেষকরা। তিন বছরের প্রচেষ্টায় ৮.২ কিলোগ্রাম ওজনের জ্যাকেট বানিয়ে ফেললেন তাঁরা। অর্থাৎ, এবার থেকে প্রায় ২.৫ কেজি কম ওজনের বুলেটপ্রফ জ্যাকেট পাবে ভারতীয় সেনা।
তবে ওজনে কম হলেও ক্ষমতায় কোনও অংশে কম নয় নতুন এই জ্যাকেটগুলি। ‘সেন্টার অফ এক্সেলেন্স অন পার্সোনাল বডি আর্মার’র অধ্যাপক তথা গবেষণা ও উন্নয়নের ডিন প্রফেসর নরেশ ভাটনগর জানান, ডিআরডিও’র সহযোগিতায় বুলেটপ্রুফ এই জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Apache Attack Choppers: শত্রুপক্ষের ঘুম উড়িয়ে সেনার হাতে ঘাতক ‘অ্যাপাচে’
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড ব্যালিস্টিক হাই এনার্জি ডিফিট(ABHED) বিস লেভেল ৫ এবং বিস লেভেল ৬ জ্যাকটগুলি সেনার সমস্ত প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। প্রফেসরের কথায়, হাজার স্কোয়ার সেমি পর্যন্ত AK-47 HSC থেকে ছোড়া ৮টি গুলি এবং Sniper API থেকে ছোড়া ৬টি গুলি রুখতে সক্ষম অত্যাধুনিক এই জ্যাকেটগুলি।
উল্লেখ্য, ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের অনুমোদন পেয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জ্যাকেটগুলি। সেপ্টেম্বরে জার্মানিতে আয়োজিত ন্যাটোর সম্মেলনে জ্যাকেটগুলিকে প্রদর্শনীর কথাও রয়েছে। তারপর খুব শীঘ্রই ভারতীয় সেনার হাতে আসতে চলেছে এই জ্যাকেট।