নিউজ ডেস্ক:
প্রায় ১১ মাস পর! বাইশ গজের যুদ্ধে আবার মাঠে নামবেন জসপ্রীত
বুমরাহ। ১৮ অগাস্ট শুক্রবার থেকে ডাবলিনে শুরু হতে চলেছে আয়ারল্যান্ড বনাম ভারতের টি-২০
সিরিজ। আর এই সিরিজেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। পিঠের চোটের কারণে অস্ত্রোপচারও
করিয়েছিলেন বুমরাহ। তাই এতদিন চোটের জন্য মাঠের বাইরে থাকার কারণে মাঠে নেমে তার পারফরম্যান্স
কেমন হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। কিন্তু তারই মাঝে জাতীয় দলে ফিরেই নয়া রেকর্ড
করে ফেলেছেন জসপ্রীত বুমরাহ।
পল স্টার্লিংয়ের আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ম্যাচ শুরু হবে ১৮ অগাস্ট। তার আগে ১৭ অগাস্ট
সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, ‘আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার
ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরা সহজ নয়। সেটা আমি জানি।
ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে। খেলা উপভোগ করা, বেশি করে ম্যাচ
খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করতে চাই।’
মাঠে ফিরেই রেকর্ড। এই প্রথম কোনো বোলার
ভারতের টি-২০ ম্যাচের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে চলেছেন। এর আগে ব্যাটার, উইকেটকিপার,
অলরাউন্ডাররা নেতৃত্ব দিলেও বোলার হিসেবে এই প্রথম অধিনায়ক হয়ে রেকর্ড গড়লেন জসপ্রীত
বুমরাহ।
আগামী কয়েক মাস ভারতীয় দলকে কঠিন পরীক্ষা
দিতে হবে। একইসঙ্গে এই সিরিজে নিজের ম্যাচ ফিটনেসের পরীক্ষা দিতে পারলে বুমরাহের জন্য
এশিয়া কাপ ও বিশ্বকাপের দরজাও খুলে যাবে। সেটা তিনি জানেন। আর তাই অস্ত্রোপচারের পর
গত কয়েক মাস ধরে এনসিএ-তে ঘণ্টার পর ঘন্টা বোলিং করেছেন। আইরিশদের বিরুদ্ধে
মেন-ইন-ব্লু’র হয়ে মাঠে কতটা ফিটনেস দেখাতে পারেন বুমরাহ, সেটাই দেখার।