নিউজ ডেস্ক: দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে ঝামেলা। কুকুরের ঝামেলা থেকে বিবাদ গড়াল মানুষের মধ্যেও। বিবাদ
চরমে উঠলে চলল গুলি। পড়শির ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন ২ জন, জখম ৬।
মধ্যপ্রদেশের ইন্দোরে এমন ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।
ঘটনার সূত্রপাত রাত
দশটা
নাগাদ।
পুলিশ
সূত্রে
জানা
গিয়েছে,
মূল
অভিযুক্ত
রাজপাল
রাজাওয়াত
একটি
পোষ্য
কুকুরকে
নিয়ে
হাঁটতে
বেরিয়েছিলেন।
সেই
সময়েই
প্রতিবেশীদের
পোষ্য
কুকুরদের
সঙ্গে
রাজপালের
কুকুরের
ঝগড়া
শুরু
হয়।
কিন্তু
খানিক
পরেই
দুই
পোষ্য
কুকুরের
মালিকের
মধ্যেই
বিবাদ
শুরু
হয়ে
যায়।
বেশ
কয়েকজন
ঘটনাস্থলে
জড়ো
হয়ে
যান। বিবাদ চরমে উঠলে হঠাৎ করেই নিজের ঘর থেকে
বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন রাজপাল। ২ যুবকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
পুলিশ আটক করে অভিযুক্ত রাজপালকে।
তদন্তে জানা গিয়েছে রাজপাল পেশায় একজন নিরাপত্তারক্ষী। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করা
হয়েছে। পুলিশের মারফত খবর পাওয়া গেছে মৃত ব্যক্তিদের নাম রাহুল ভার্মা এবং বিমল ভার্মা।
গুলিতে আহত ব্যক্তিরা এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।