নিউজ ডেস্ক: দু’সপ্তাহের ‘শান্তি’র পর ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত তিন জন।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে থোওয়াই গ্রামের কাছে লিটন এলাকায় প্রবল গোলাগুলি শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী। অবশেষে তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গুলির আঘাতে প্রাণ হারায় তিন ব্যক্তি। এরপর হামলাকারীদের খোঁজে নিকটবর্তী গ্রাম এবং বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় কিছু সামাজিক গোষ্ঠী এবং পুলিশ।
উল্লেখ্য, ১০ জনের মধ্যে ৭ জন হলেন বিজেপির বিধায়ক। সম্প্রতি নিরাপত্তার জন্যে পৃথক মুখ্যসচিব এবং পুলিশের ডিজি নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মণিপুরের কুকি-জোম সম্প্রদায়ের ১০ জন বিধায়ক। চিঠিতে তাঁরা জানান, সুরক্ষা দিতে ব্যর্থ মেইতেইরা। তাই চূড়াচাঁদপুর, কাংপোকপি, চান্দেল, তেংনৌপল এবং ফেরজৌল, অর্থাৎ কুকি অধ্যুষিত জেলাগুলির জন্য বিশেষ পদক্ষেপ নিক কেন্দ্র।
Tags: NULL