নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তে আস্থা নেই বিরোধী দলনেতার। এই ঘটনায় সিট তদন্ত দাবি করলেন তিনি। তবে কাশ্মীরি ছাত্রের সার্টিফিকেট বিতর্কের ঘটনায় তিনি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করলেন।
প্রসঙ্গত যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি শুক্রবার পঞ্চমবারের জন্য বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে যাদবপুরের প্রাক্তন ও বর্তমান আরো বেশ কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এবিভিপির বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সময় তাঁকে কালো পতাকা দেখায় অতি বাম এক ছাত্র সংগঠনের সদস্যরা। শুভেন্দু অধিকারী সভামঞ্চ ছাড়তেই এবিভিপি সমর্থকদের ওপর একতরফা হামলা চালায় ওই অতিবাম সংগঠনের ছাত্ররা এমনটাই অভিযোগ। ছাত্রীদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থকরা মিশে গিয়েছিল বলে দাবি করেন শুভেন্দু। শুক্রবার দলের ১৫ জন বিধায়ককে নিয়ে মৃত ছাত্রের নদীয়ার বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কথা বলবেন মৃত ছাত্রের পরিবারের। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত যাদবপুরের পরিস্থিতি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।