নিউজ ডেস্ক: এশিয়ান গেমসের ঠিক আগে দুঃসংবাদ এসেছিল ভারতীয় ক্রীড়ামহলে। চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এমন এক তারকা ক্রীড়াবিদ, যিনি গতবার টুর্নামেন্ট থেকে সোনা এনে দিয়েছিলেন দেশকে। চোটের জন্য আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না তারকা কুস্তিগির ভিনেশ ফোগট। তারকা ক্রীড়াবিদ সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে নিজের চোট নিয়ে স্পষ্ট আপডেট দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়া যে তাঁর সেরে ওঠার সম্ভাবনা নেই, সেকথাও জানাতে ভোলেননি ভিনেশ।
এবার জানা গেল তার অস্ত্রোপচার সম্পূর্ণরূপে সফল হয়েছে। মুম্বইতে সেই অস্ত্রোপচারের
পরে এখন অনেকটাই সুস্থ ভিনেশ ফোগট।
ভিনেশের সরে যাওয়ার পর এশিয়ান গেমসে কুস্তিতে ভারতের পদকসংখ্যা সম্ভাবনা অনেকটা কমবে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল নয়াদিল্লিতে, তার পুরোধা ছিলেন ভিনেশ ফোগট। ট্রায়াল ছাড়াই তাঁকে ভারতীয় দলে জায়গা হয়েছিল।
তবে তার জায়গায় ভারতীয় হিসেবে অন্তিম ফংগল নামে এক অ্যাথলিট এশিয়াডে যোগ দেবেন বলে
জানা গিয়েছে। ভিনেশের শারীরিক অবস্থা এখন যেরকম সেখানে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও
যে তিনি যোগ দিতে পারবেন এমনটা আশা করা যাচ্ছে না।
অস্ত্রোপচার সফল হওয়ার পরে নিজের টুইটার হ্যান্ডলে ভিনেশ লেখেন,
‘যতবার আমি সমস্যায় পড়েছি, সমস্ত প্রতিকূলতায় তুমি পাশে এসে দাঁড়িয়েছ। ঈশ্বরের প্রতি
আমার বিশ্বাসের কোনো তল নেই, সীমা-পরিসীমা নেই। ডাক্তারের বেশে আজ তুমি পাশে এসে দাঁড়িয়েছ।
তোমার সঙ্গে প্রতিবারের কথায়, আমিও মনোবল পেয়েছি। পেয়েছি আত্মবিশ্বাস।’