নিউজ ডেস্ক:
১৮ অগাস্ট শুক্রবার বেঙ্গালুরুতে ভারতের প্রথম 3D-প্রিন্টেড পোস্ট অফিস
ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১১০০ বর্গফুটের ভবনটি তৈরি
করতে সময় লেগেছে মাত্র ৪৫ দিন, খরচ পড়েছে ২৩ লক্ষ টাকা। বেঙ্গালুরু সবসময়ই নাকি ভারতকে
পথ দেখায়, নতুন দিশা দেখায়। আইআইটি মাদ্রাজের সহায়তায় এই নয়া প্রযুক্তিতে তৈরি হয়েছে
এই পোস্ট অফিসটি, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লারসেন অ্যান্ড
টারবো সংস্থা পোস্ট অফিস নির্মাণের পুরোভাগে দায়িত্বপ্রাপ্ত ছিল বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরুতে কেমব্রিজ লেআউট পোস্ট
অফিসের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন যে প্রত্যেক ভারতীয় বেঙ্গালুরুতে
কেমব্রিজ লেআউটে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস দেখে গর্বিত বোধ করছে। এটি আমাদের
জাতির উদ্ভাবন ও উন্নয়নের একটি জীবন্ত উদাহরণ। এতে স্বনির্ভর ভারতের চিত্রও ফুটে উঠেছে।
এই পোস্ট অফিস তৈরিতে যারা অবদান রেখেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
কেমব্রিজ লেআউটের এই বিল্ডিংটি মাত্র
৪৪ দিনের মধ্যে মুদ্রিত এবং প্রস্তুত হয়ে গেছে। উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী
অশ্বিনী বৈষ্ণন। কর্মকর্তারা বলেছেন যে ৩ডি প্রিন্টেড পোস্ট অফিসের নির্মাণ কাজ ২১
মার্চ শুরু হয়েছিল এবং ৩ মে, ২০২৩-এ শেষ হয়েছিল। ৩ ডি প্রযুক্তির কারণে এটি কম সময়ে
প্রস্তুত করা যেতে পারে।
বেঙ্গালুরুতে নির্মিত এই ভবনটি মোট
১১০০ বর্গফুট জায়গার উপর নির্মিত হয়েছে। কর্মকর্তাদের মতে, এটি থ্রিডি প্রযুক্তির
ভিত্তিতে করা হয়েছে বলে এটি নির্মাণে সময় ও খরচ কমিয়েছে।