নিউজ ডেস্ক: চলতি বছরে তাঁর ট্যুরে ট্রাক ড্রাইভারদের বোনাসের উপরেও উপহার গিয়েছিলেন তিনি। এমন মানবিকতার নজিরে ফের অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন খ্যাতনামা সংগীত শিল্পী। একটি দুটি নয়, মোট বারোটি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। সঙ্গে রয়েছে আরো অনেকগুলি সেরার শিরোপা। পাশ্চাত্য দুনিয়ার অন্যতম ধনী পপ তারকা টেলর অ্যালিসন সুইফট। বিশ্বজুড়ে রয়েছে তাঁর ফ্যান-ফলোয়ার্স। তবে এইবার তাঁকে টেক্কা দিলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং!
বর্তমানে গান শোনার জন্য এবং কণ্ঠশিল্পীদের পডকাস্টের জন্য জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল স্পটিফাই। সেখানে রয়েছে বিভিন্ন লাখো লাখো ভাষার গান। গান ও পডকাস্ট শোনার পাশাপাশি এই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ফলো করা যায়। এইবার স্পটিফাইতেই ফলোয়ার্সের সংখ্যার নিরিখে টেলর সুইফটকে ছাড়িয়ে গেলেন অরিজিৎ সিং। তবে শুধু মাত্র টেলর সুইফটই নয়, বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন জি এর অন্যতম জনপ্রিয় গায়িকা বিলি আইলিসকেও টেক্কা দিয়েছেন অরিজিৎ।
স্পটিফাইতে বর্তমানে অরিজিৎ সিংয়ের অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লক্ষের বেশি। অন্যদিকে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা ৭ কোটি ৯০ লক্ষ। স্পটিফাইতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকা ইংল্যান্ডের এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে। তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লক্ষ। তৃতীয় স্থানে এতদিন ছিলেন টেলর সুইফট এখন তাঁকে সরিয়ে সেই স্থান দখল করেছেন অরিজিৎ।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে সংগীত জগতে পদার্পণ করেন তিনি। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে আপামর ভারতবাসী। তাই সারা বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। অন্যদিকে টেলরের অনুরাগীও বিশ্বজুড়ে। এই মুহূর্তে তিনি তাঁর ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’ নিয়ে ব্যস্ত। গত ১৭ মার্চ থেকে তাঁর এই ট্যুর শুরু হয়েছে, শেষ হবে আগামী বছরের ১৭ অগাস্ট।