নিউজ ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের ছক বানচাল করল বি এস এফ। শুক্রবার ভোরে বাগদা ব্লকের রানাঘাট সীমান্ত ৩ লক্ষ
১৫ হাজার টাকা মুল্যের ওষুধ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বাগদা
থানায়।
এদিন ভোরে রানাঘাট সীমান্ত লাগোয়া গ্রাম রাজকোল থেকে
বাংলাদেশ সীমান্তের দিকে আসা তিন ব্যাক্তিকে দেখে সন্দেহ হয় ৬৮ নম্বর
ব্যাটেলিয়ানের জওয়ানদের। বাংলাদেশের দিক থেকে আরও তিন জনকে আসতে দেখে পাচার
সম্পর্কে আরও সন্দেহ হয় জওয়ানদের। বিএসএফের জওয়ানদের ধাওয়ায় পাচারকারীরা অন্ধকারের
সুযোগ নিয়ে পালিয়ে যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১২৬০টি ওষুধের স্ট্রিপ
উদ্ধার করে জওয়ানরা। এর আনুমানিক বাজার মুল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা বলেই বি এস এফ
সুত্রে জানা গেছে।এই প্রসঙ্গে দক্ষিনবঙ্গ ফ্রন্টিয়ারের ডি আই জি জনসংযোগ আধিকারিক
এ কে আর্য বলেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ
সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো
অবস্থাতেই চোরাচালান হতে দেবেন না”।