নিউজ ডেস্ক: শুক্রবার সকাল নটা
নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বরদাবার গ্রামের কাছে ছয় নম্বর জাতীয় সড়কে
সাইকেল ও লরির ধাক্কায় গুরুতর যখন হল দুই সাইকেল আরোহী। পণ্য বোঝাই এক একলরি
খড়গপুর থেকে হাওড়া যাওয়ার সময় বড়দাবার গ্রামের কাছে একটি লরিকে ওভারটেক করার
সময় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা
গেছে ওই লরিটি অপর একটি লরিকে ওভারটেক করার সময়
দুই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে জাতীয় সড়কের উপরে উল্টে যায়। এই
দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী গুরুতর জখম হয়। ঘটনা নজরে আসতেই স্থানীয় মানুষজন
গুরুতর যখম দুই সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় এটি নার্সিংহোমে ভর্তি করে।
সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ
হয়ে যায়।
খবর পেয়ে
কোলাঘাট থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্ত লরিকে রাস্তার উপর থেকে সরিয়ে যানজট
মুক্ত করে। পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি চালককে আটক করেছে পুলিশ।