নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলা
পুলিশে ব্যাপক রদবদল হল। বদলি করা হল একাধিক থানার ওসি-কে। বদলি করা হয়েছে
অন্যান্য অফিসারদেরও। সব মিলিয়ে ২২ জন পুলিশ অফিসারকে বদলি করা হল।
বদলি করা হল
ঘাটাল থানার ওসিকে। পরিবর্তে ঘাটাল থানার ওসি হলেন রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ শঙ্খ
চ্যাটার্জী। পরিবর্তে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ করা হল চন্দ্রকোনা থানার এসআই
রাজকুমার দাসকে। সবং থানার ওসি সুব্রত বিশ্বাসকে বদলি করা হল চন্দ্রকোনা থানায়।
খরিদার ইনচার্জ চঞ্চল সিংহকে সবং এর ওসি করা হল। কোতয়ালি থানার এসআই তরুন দে-কে
বদলি করা হল কেশিয়াড়ি থানায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার
ধৃতিমান সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে
পুলিশ অফিসারদের বদলির কথা জানান। রুটিন মাফিক এই বদলি বলে পশ্চিম মেদিনীপুর জেলা
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়।