নিউজ ডেস্ক: শুক্রবার মধ্যমগ্রাম
স্টেশনের কাছে এক প্রাক্তন সেনা কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে দমদম
পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। বাড়িতে তার স্ত্রী এবং মেয়ের মৃতদেহ
পাওয়া গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে স্ত্রী এবং মেয়েকে খুন করে
আত্মহত্যা করেছেন গৌতম বন্দ্যোপাধ্যায়(৪৮)। পুলিশের প্রাথমিক তদন্তে
অনুমান প্রাক্তন সেনা কর্মীর মানসিক সমস্যা ছিল। স্থানীয়রা
জানাচ্ছেন স্ত্রীর সঙ্গে মনমালিন্য ছিল তাঁর। প্রথমে স্ত্রী দেবিকা
বন্দ্যোপাধ্যায় (৪৪) এবং মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের(১৯)কে গলা কেটে খুন করে
থাকতে পারেন ওই সেনা জওয়ান। এরপর মধ্যমগ্রাম স্টেশনের এর কাছে গিয়ে
আত্মঘাতী হন গৌতম। তবে এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য আছে কি না তাও খতিয়ে
দেখা হচ্ছে।