নিউজ ডেস্ক: যানজটের শহর বলতে এক কথায় ওপার বাংলার ঢাকার
কথা মাথায় আসে সকলের। আমাদের রাজ্যেও একটি শহর শেষ কয়েক বছরে যানজটের অপর নাম হয়ে
দাঁড়িয়েছে। টোটো ও অটো অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় শিলিগুড়ি বর্তমানে হয়ে উঠেছে
যানজটের শহর। এই শহরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো।
এবার টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন
শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক
অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নমবালম,
শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী সহ অন্যান্যরা।
জানা যায়, বৈধ ও অবৈধ টোটোর তালিকা তৈরি করছে
শিলিগুড়ি পুরনিগম। কোন রুট দিয়ে কোন টোটো যেতে পারবে তার একটি রূপরেখা তৈরি করা হবে।
অত্যাধিক পরিমাণে টোটোর ফলে ট্রাফিক যানজটের সমস্যা হচ্ছে শিলিগুড়িতে। সেই যানজট সমস্যা মোকাবেলার জন্যই টোটোর উপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত
নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। এদিন প্রাথমিকভাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী
২১ তারিখ পূর্ত দপ্তরের বাংলোতে বিস্তারিত আলোচনা হবে বলে
জানান মেয়র। তবে টোটো চলচলে আদৌ নিয়ন্ত্রণ করা যাবে তার উত্তর অবশ্য পাওয়া
যায় নি। ওয়াকিবহাল মহলের মত বেশিরভাগ টোটো ইউনিয়ন শাসক দলের ছায়ায় থাকায় তাদের
বিরুদ্ধে খুব বড় পদক্ষেপ নেওয়ার অবকাশ কম।