নিউজ ডেস্ক: বলিউডে বড় ব্রেক পেতে চলেছিলেন মধুমিতা সরকার। চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল শুটিংয়ের। কিন্তু সেই শুটিং এখন বিশ বাঁও জলে। শোনা গিয়েছিল যে রতি অগ্নিহোত্রীর ছেলে তনুজ ভিরওয়ানির বিপরীতে বলিউডে পা রাখতে চলেছিলেন তিনি। কিন্তু সেই ছবির শুটিং নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না নির্মাতারা।
কবে থেকে শুরু হতে পারে সেই নিয়েও কিছু জানানো হয়নি নির্মাতাদের তরফে। শোনা যাচ্ছে যে ছবির শুটিংয়ের জন্য যে বাজেটের প্রয়োজন ছিল তা জোগার করে উঠতে পারেননি তাঁরা। তাই পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ও ‘ফর্জ’-এর কাজ শুরু করতে পারছেন না। যদিও এখন মধুরিমা, শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘কে প্রথম কাছে এসেছে; ছবির আউটডোর শুটে অরুণাচলে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে সেই সব শুটিংয়ের দৃশ্য শেয়ার করছেন অভিনেত্রী।
বলিউডে এখন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি টোটা রায়চৌধুরির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এছাড়াও স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম, মিমি চক্রবর্তীও কাজ করেছেন বলিউডে। যিশু চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দিয়ে সদ্যই বলিউডে ওয়েব সিরিজ কাঁপিয়েছেন প্রসেনজিৎও। মধুরিমা সেই তালিকায় নবতম সংযোজন হতেন। এখন কবে শুরু হয় ফর্জ এর শুটিং তা সময়ের অপেক্ষা।