নিউজ ডেস্ক: কৃষকদেরকে পাশে টানতে এবার মোদী সরকারের রক্ষাকবচ হয়ে মাঠে নামল আরএসএস। দেশের কৃষক সমাজকে আরও সরকার-ঘনিষ্ঠ করে তুলতে বিশেষ উদ্যোগ নিল RSS-এর শাখা সংগঠন ভারতীয় কিষান সংঘ (BKS)। BKS সূত্রে জানানো হয়েছে কৃষকদের সঙ্গে সংগঠনের ঘনিষ্ঠতা বাড়াতে সদস্যপদ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BKS সাংগঠনিক সম্পাদক দীনেশ কুলকার্নি বলেন,’ ভারতে প্রায় সাড়ে ৬ লক্ষ গ্রাম রয়েছে। এর মধ্যে কমপক্ষে ১ লক্ষ গ্রামে করা হবে এই সদস্য সংগ্রহ অভিযান। ১ কোটিরও বেশি গ্রামবাসীর কাছে পৌঁছনোর নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা।
সূত্রের খবর, মোদী সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি সুযোগ-সুবিধাগুলি কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করবে BKS। কৃষি-পদ্ধতিকে আরও প্রযুক্তিগতভাবে উন্নত এবং কৃষকদের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করাও অন্যতম লক্ষ্য বলে বলে জানানো হয়েছে। কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের কৃষকেরা। এই উদ্যোগের মাধ্যমে পাঞ্জাবের কৃষকদের কাছেও পৌঁছনোর চেষ্টা করা হবে বলে খবর।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাকি নেই আর ১ বছরও। এই পরিস্থিতিতে BKS এর এই উদ্যোগ মোদী সরকারকে রক্ষা কবচ দেওয়ার জন্যই বলে মনে করছেন একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ। এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় কিষান সংঘের এক কার্যকর্তা বলেন, সরকার যে কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গেই সাধারণ কৃষক সমাজকে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সদস্যতা অভিযানের সঙ্গে নির্বাচনের কোনওরকম সম্পর্ক নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে কোভিড মহামারির সময়েও এরকম আরও একটি উদ্যোগ কৃষকদের স্বার্থে নেওয়া হয়েছিল।