নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন চলাকালীন তার
বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। এবার বদলি হলেন সেই বিতর্কিত বিডিও। ধূপগুড়ির
ওই বিডিওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল বিজেপি।
প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যালট
বিতর্কে জড়িয়েছিলেন বিডিও শঙ্খদীপ দাস। ভোটের আগে বদলির নির্দেশিকা জারী হওয়ায়
তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। শঙ্খদীপ দাস অবশ্য বিডিও থেকে হলেন জলপাইগুড়ির ডেপুটি
ম্যাজিস্ট্রেট।
৫ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচন। বিজেপি
প্রার্থী করেছে পুলওয়ামা নিহতের স্ত্রীকে। ইতিমধ্যে তিনি মনোনয়ন দাখল করেছেন। ৮
সেপ্টেম্বর ফলপ্রকাশ।