নিউজ ডেস্ক: টমেটো তো নয় লালসোনা!
দাম শুনে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এত বেশি দামে টমেটো কিনতে গিয়ে জেরবার ভারতবাসী।
মধ্যবিত্তের রান্নাঘর থেকে বাদ পড়েছিল টমেটো। দাম ছাড়িয়েছিল ২৫০ টাকার সীমা। কেন্দ্র
সরকারের তরফে বিশেষ উদ্যোগে টমেটোর দাম কমানোর চেষ্টায় ভর্তুকি দিয়ে কেজি প্রতি ৯০
টাকা দরে বিক্রি হচ্ছিল টমেটো। গত বেশ কয়েক মাস ধরে টমেটোর দামের আগুনে পুড়েছে মানুষ।
ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমারস ফেডারেশন (NCCF) এবং ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন
ফেডারেশন (NAFED)। NCCF এবং NAFED টমেটো বিক্রি করছিল প্রতি কেজি ৮০ টাকা হিসেবে। অর্থাৎ
৯০ টাকা থেকে আরও ১০ টাকা কমেছিল টমেটোর দাম। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের বক্তৃতায়
মোদী বলেছিলেন যে টমেটোর দাম আরো সাধ্যের মধ্যে আনা হবে। আর সেই কারণেই ২০ অগাস্ট থেকে
প্রতি কেজি ৪০ টাকা দরে টমেটো বিক্রি হবে দেশজুড়ে, এমনটাই জানা গিয়েছে।
জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন
(NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে উপভোক্তা বিষয়ক বিভাগকে
৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আসলে পাইকারি বাজারে টমেটোর মূল্য
কমতে শুরু করেছে। সেই কারণেই কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, যেখানে
টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে গিয়েছে, সেখানে এহেন উদ্যোগ অনেকটাই স্বস্তি
দেবে মধ্যবিত্তকে।
এছাড়াও টমেটোর দাম সাধ্যের
মধ্যে আনতে দীর্ঘসময় ধরে ভারতে বহুল পরিমাণে টমেটো রপ্তানির প্রতিশ্রুতি দিল
নেপাল। তার জন্য নেপাল সরকারকে দিতে হবে সুলভ বাজার এবং অন্যান্য উপযোগী
সুযোগ-সুবিধা। ইতিমধ্যেই অল্প পরিমাণে টমেটো রপ্তানি শুরু করে দিয়েছে নেপাল। তবে
এখনই বহুল পরিমাণে রপ্তানিতে সম্মত নয় নেপাল, তাদের তরফে জানা গিয়েছে ভারতের
বাজারে সুলভে বিক্রির পরিবেশ পাওয়া গেলে আরো বেশি পরিমাণে টমেটো রপ্তানি করতে
পারবে তারা।
নেপালের কাঠমাণ্ডু, ভক্তপুর, ললিতপুর ইত্যাদি জেলায় প্রচুর পরিমাণে ট্মেটো
উৎপন্ন হয়। বর্তমানে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত ৭০
হাজার থেকে ৮০ হাজার কেজি টমেটো রপ্তানি করা হয়েছে প্রতিদিন।