নিউজ ডেস্ক: বাংলায় এবার তৈরি হবে বন্দে ভারত!
হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাতেই তৈরি হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। না, পুরো ট্রেন
নয়, বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত পেয়েছে বাংলা। চিত্তরঞ্জন লোকোমোটিভে তৈরি হবে
এই ইঞ্জিন, এমনটাই দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ইতিমধ্যেই নাকি চার চারটি
ইঞ্জিন তৈরির বরাত এসে গিয়েছে শতাব্দীপ্রাচীন এই কারখানায়। দেশের গর্ব বন্দে ভারতের
সঙ্গে এবার জুড়তে চলেছে বাংলার নাম।
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ঝুলিতে এক বছরে ৪৪৬টি রেল ইঞ্জিন তৈরির রেকর্ড
রয়েছে। সেই কারখানায় এবার বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হবে। বৃহস্পতিবার চিত্তরঞ্জন লোকোমোটিভের
জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সেই সাক্ষাৎ সেরে
বেরিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জিএম নতুন এসেছেন। এটা একেবারেই একটা সৌজন্য সাক্ষাৎ। আগের জিএমকে বলেছিলাম চিত্তরঞ্জনের কারখানার যে ঐতিহ্য, সেখানে যদি আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ দেওয়া যায়। যেমন বন্দে ভারত। অত্যন্ত খুশির খবর, চারটে বন্দে ভারতের লোকোর বরাত দেওয়া হয়েছে। ডিজাইনিংও এখানেই হবে।’
ইতিমধ্যেই বাংলা একাধিক বন্দে ভারত
ট্রেন পেয়েছে। প্রথম চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। এরপর হাওড়া-পুরী বন্দে ভারত
ও নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত। সূত্রের খবর, পুজোর আগেই আরও দু’টি বন্দে ভারত পেতে পারে বাংলা। একটি
হাওড়া-পটনা, অন্যটি হাওড়া-রাঁচী।