নিউজ ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তান ভ্যেনুতে ভারতের খেলা নিয়ে দড়ি টানাটানি চলেছে BCCI আর PCB-এর মধ্যে। পাকিস্তানে খেলতে যাবে না ভারত, সাফ জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরে প্রায় সব ম্যাচই পাঠিয়ে দেওয়া হয় শ্রীলংকায়। পাকিস্তানের মুলতানে আয়োজিত এশিয়া কাপের প্রথম ম্যাচে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন করা হলে BCCI সচিব জয় শাহ পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তিনি পাকিস্তানে যাবেন না। তবে এবার আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয় শাহকে আমন্ত্রণ জানালো PCB।
সূত্রের খবর, জয় শাহকে কল পাঠানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। জানা যাচ্ছে, BCCI-এর সচিব ছাড়া জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। সেই ফর্মালিটি অনুযায়ী ACC-এর সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে PCB। পাক ক্রিকেট বোর্ডের থেকে আনুষ্ঠানিকভাবে পাওয়া এই আমন্ত্রণ রক্ষার খাতিরে পাকিস্তান যাবেন কিনা জয় শাহ, সেই নিয়ে চলছে এখন জল্পনা-কল্পনা।
প্রসঙ্গত, আগামী ৩০ অগাস্ট মুলতানে পাকিস্তান বনাম নেপালের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। PTI সংবাদ সূত্রে খবর, জয় শাহকে PCB আমন্ত্রণ জানালেও তাঁর পাকিস্তান যাওয়ার সম্ভাবনা তেমন নেই। জানা যাচ্ছে, এর আগে ডারবানে ICC-এর বৈঠকে জয় শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন PCB সভাপতি জাকা আশরাফ। সেখানে BCCI সচিবকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন জাকা আশরাফ। আর এবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো তাঁকে।