নিউজ ডেস্ক: অনুরাগীরা ভেবেছিলেন দীর্ঘ দূরত্ব ঘুচে গিয়ে এবার
কাছাকাছি আসতে চলেছেন শরিফুল রাজ এবং পরীমণি। একদিন আগেও সমাজমাধ্যমে তাদের আদুরে একটি
ছবি প্রকাশ্যে আসে। একসঙ্গে তাদের ছেলে রাজ্যের জন্মদিনও পালন করেছিলেন তারা আর সেই
জন্মদিন পালনের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। ৪৮ ঘণ্টা
কাটতে না কাটতেই বিপত্তি। ফেসবুকে ছবি পোস্ট করলেন নায়িকা যে ছবিতে দেখা যাচ্ছে শুধুই
রাজ্য আর তাঁর হাত। দুটো হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। ধুম জ্বর তাই নাকি তাঁদের
হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একে অপরের হাত ধরে আছেন তাঁরা। যে ছবি দেখে অনেকেই বেশ
উদ্বিগ্ন। অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, “দু’জনে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।”কিন্তু প্রশ্ন হল রাজ কোথায়? শোনা
গিয়েছিল, মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি রাজ এবং পরী।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর
শরিফুল রাজ নাকি আবার ফিরে গিয়েছেন নিজের বাড়িতে। শুধু তা-ই নয়, তাঁরা ওই সব অন্তরঙ্গ
ছবি তুলেছিলেন শুধুমাত্র কোনও একটি উপলক্ষকে কেন্দ্র করে। সেই সময় নাকি একসঙ্গে হয়েছিলেন
তাঁরা। সূত্র বলছে, তাঁদের কাছাকাছি আসার কোনও সম্ভাবনা নেই। আর এরই মধ্যে আবারও নাকি
বাড়ি ছেড়ে চলে গিয়েছেন শরিফুল রাজ। তারপর ছেলেকে নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি।
বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন পরীমণি
এবং শরিফুল রাজ। দাম্পত্য সম্পর্ক মোটেই যে সুস্থকর পর্যায়ে নেই তাদের, এমনটা স্পষ্ট
বোঝা যাচ্ছে। তবে ভবিষ্যতে তাদের সম্পর্ক ঠিক কোনদিকে মোড় নেবে তা এখনই বলা যাচ্ছে
না, তাদের নিয়ে বেশ চিন্তায় অনুরাগী মহল।