নিউজ ডেস্ক: হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার
লক্ষ লক্ষ নগদ টাকা। ৩৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল আরপিএফ। রেল
পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম মনীশ শেঠ।
“অপারেশন সতর্ক” অভিযানে আরপিএফ
জওয়ানরা হাতে নগদ টাকা সমেত ধরা পড়ে ওই ব্যক্তি। তার থেকে
উদ্ধার হয় ৩৮ লক্ষ টাকা। হাওড়া
স্টেশনের সুরক্ষা ও সনাক্তকরণ স্কোয়াড, ক্রাইম ইন্টেলিজেন্স
ব্রাঞ্চ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর জওয়ানরা এদিন তল্লাশি চালাচ্ছিলেন। আট নম্বর প্লাটফর্মে সন্দেহভাজন হিসাবে মনীশ শেঠ নামে ওই যাত্রীকে আটক করে। তার ব্যাগে তল্লাশী করে পাওয়া যায় বান্ডিল বান্ডিল টাকা। আটক
ব্যক্তি এত বিপুল পরিমান নগদ টাকার উৎস সংক্রান্ত কোনো বৈধ
কাগজপত্র দেখাতে পারেননি। এর পর তাকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে
জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।