নিউজ ডেস্ক: সরকারি প্রকল্পের প্রায় দু কোটি
টাকা তছরূপের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। তছরূপের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন প্রধান সমেত ৩
জন।
জানা গেছে একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের
প্রায় দু কোটি টাকা তছরূপের অভিযোগে মালদার গাজোলের বৈরগাছি
২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুবোধ সরকারকে গ্রেফতার করল রাজ্য
দুর্নীতি দমন শাখা। একইসঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
শোভন রায় এবং নির্মাণ সহায়ক অপূর্ব বারুইকেও পাকড়াও করেছেন দুর্নীতি দমন শাখার
আধিকারিকরা। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের টাকা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের
অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আরও জানা গেছে, হাইকোর্টে
দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে কলকাতা থেকে গাজোলে আসেন দুর্নীতি দমন শাখার ১০
সদস্যের একটি দল।
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বৈরগাছি
২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ সরকার সহ পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে
সরকারি প্রকল্পের প্রায় ২ কোটি টাকা তছরূপের অভিযোগ জানিয়ে
হাইকোর্টে মামলা দায়ের করেন ওই গ্রাম পঞ্চায়েতেরই কয়েকজন বাসিন্দা। মামলা করার
পরই একজন মামলাকারীর দাদাকে খুনের অভিযোগও উঠেছিল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। সেই
মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন শাখা অভিযুক্তদের গ্রেফতার করায় খানিকটা আশ্বস্ত
হয়েছেন অভিযোগকারীরা।