নিউজ ডেস্ক:
অল্পের জন্য
স্বপ্নপূরণ হল না রাশিয়ার। ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। যা চন্দ্রযান ৩-র
পরে যাত্রা শুরু করলেও ভারতের স্বপ্নের যানের থেকে আগে চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা
নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি।
রাশিয়ার মহাকাশ
সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে, চাঁদের কাছে এসে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাশিয়ার
চন্দ্রযান। তারপর চাঁদের মাটিতে আছড়ে পড়ে। সেই বিপর্যয়ের ফলে ভারতের চন্দ্রযান ৩-র
আগে চাঁদের মাটিতে লুনা-২৫ নামার যে কথা ছিল, তা সফল হল না। অর্থাৎ বিশ্বের প্রথম দেশ
হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩,
সেটা এখনও পুরোপুরি বাস্তব হওয়ার সম্ভাবনা আছে।
মহাকাশ সংস্থার
পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা ২৭ মিনিটে লুনা-২৫ এর
সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৪৭ বছরে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল এই লুনা ২৫।
ফলে এই অভিযান নিয়ে অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা জমে থাকলেও তা শেষমেশ বাস্তুবায়িত
হল না।
রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, লুনা ২৫-তে সমস্যা দেখা দেওয়ার কিছুক্ষণ
পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে কক্ষপথে যাওয়ার কথা ছিল না, সেখানে চলে যায়। তারপর
চাঁদের মাটিতে আছড়ে পড়ে। এই চন্দ্রযানটি চাঁদের এমন একটি অংশে অভিযান চালানোর কথা
ছিল যেখানে জমাট বাঁধা পানি ও মূল্যবান বস্তু থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
প্রাথমিকভাবে তথ্য-প্রমাণে মনে হচ্ছে, ৮০০ কেজি ওজনের চন্দ্রযানটি চাঁদের উপরিভাগের
সাথে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়। সোমবার মহাকাশযানটির চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পরিকল্পনা
করা হয়েছিল।