নিউজ ডেস্ক:
ভয়াবহ শক্তিশালী হারিকেন হিলারি আছড়ে পড়ার আশঙ্কা। এর জেরে তুমুল দুর্যোগের সম্ভাবনা
তৈরি হয়েছে। এটিকে ইতিমধ্যেই ভয়ংকর শক্তিশালী ট্রপিক্যাল হারিকেনের তকমা দেওয়া হয়েছে।
সুপার সাইক্লোনের মত বিধ্বংসী ঝড় এই হিলারি আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া
এবং মেক্সিকোতে। আপাতত প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়।
ন্যাশনাল
হারিকেন সেন্টার বলছে, এই হিলারি সুপার সাইক্লোনটি এই মুহূর্তে হারিকেনের ক্যাটাগরি
১-এর আওতায় পড়ছে। ৮৫ মাইল প্রতি ঘণ্টায় এগোচ্ছে সেটি। শনিবার রাত ১১টা নাগাদ এটি সান
দিয়াগো থেকে ৪৫০ মাইল দক্ষিণে ছিল। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২৩০ কিলোমিটার প্রতি
ঘণ্টা।
এই প্রবল
ঝড়ের ফলে ৩ থেকে ৬ ইঞ্চি বা ৭৬.২ মিলিমিটার থেকে ১৫২.৪ মিলিমিটার বৃষ্টি হবে। ক্যালিফোর্নিার
কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দেখা দেওয়ার আশঙ্কা। হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার
উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা। গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড় দক্ষিণ
ক্যালিফোর্নিয়ার মেক্সিকো বাজা উপদ্বীপে প্রথম আঘাত হানবে। তার জেরে সপ্তাহের শুরু
থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে।