নিউজ ডেস্ক: গত বছরের তুলনায় দেশে ৪.৩ শতাংশ বেড়েছে ধান চাষের পরিমাণ। তথ্য প্রকাশ করে এমনই জানাল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। পর্যাপ্ত বৃষ্টি এবং উচ্চ মূল্যের কারণে এবছর ৩৬.১ মিলিয়ন হেক্টর জমিতে ধান চাষ করেছে কৃষকরা বলে জানিয়েছে মন্ত্রক।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ হয়েও বিগত কয়েক বছর পর্যাপ্ত বৃষ্টিপাত এবং শস্যের ন্যায্য মূল্যের অভাবে ধান চাষের পরিমাণ কমে গিয়েছিল ভারতে। যার প্রভাব দেখা দেয় আন্তর্জাতিক বাজারেও। জুলাই মাসে দেশীয় বাজারে সমতা বজায় রাখার জন্যে তার বৃহত্তম চাল রফতানি বিভাগ বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি। তবে এবার সেই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কেন্দ্র।
উল্লেখ্য, দেশের প্রায় অর্ধেক জমিতে সেচের অভাব থাকায় চাষের জন্যে বর্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এবছর সঠিক সময় মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ায় ফসল উৎপাদনে বেগ পেতে হয়নি কৃষকদের। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী চাল ছাড়াও বৃদ্ধি পেয়েছে ভুট্টা, তুলো, সোয়াবিন, আখ এবং বাদাম চাষের পরিমাণ।
তবে বর্ষার শেষ পর্যন্ত এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্র। জুন-সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার অবস্থানের উপর নির্ভর করে সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক।