নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার্য হলেন বুদ্ধদেব
সাউ। দায়িত্ব গ্রহণ করেই একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। ক্যাম্পাসে অবাধ প্রবেশ বন্ধ হল।
কোথায় কোথায় সিসিটিভি লাগাতে হবে তা নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব নিয়ে সোমবার সকালে
বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বের হন তিনি। এক নজরে দেখা নেওয়া যাক কী পদক্ষেপ নিলেন নতুন
উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাধ প্রবেশ আটকাতে কোথায় কোথায়
সিসিটিভি লাগাতে হবে তা ইতিমধ্যেই ঠিক হয়েছে। সমস্ত হোস্টেলে এবার থেকে লগবুকে তথ্য
নতিভুক্ত করার বিষয়ে দিলেন প্রয়োজনীয় নির্দেশিকা। জানা গেছে এবার থেকে ক্যাম্পাসে যে
কেউ আর অবাধে প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে প্রবেশ
করতে গেলে দেখাতে হবে পরিচয়পত্র। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিরা কার
সঙ্গে দেখা করতে এসেছেন তা জানাতে হবে। যাচাই করার পরেই মিলবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের
ছাড়পত্র। বিশ্ববিদ্যালয়ে ঢিলেঢালা নিরাপত্তা এখন অনেক বেশি আঁটসাঁট। তবে প্রাতঃভ্রমণের
ক্ষেত্রে বাধা থাকছে না।
অন্যদিকে কোথায় সিসিটিভি লাগাতে হবে তার খসড়া পরিকল্পনা ইতিমধ্যেই
হয়েছে। চিহ্নিত করা জায়গাতে দ্রুত সিসিটিভি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া এবার
থেকে হস্টেলে আসা যাওয়ার ক্ষেত্রে সকলকে লগবুকে তথ্য নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট
সময়ের বাইরে আসা যাওয়া করা যাবে না। আরও জানা গেছে ছাত্র মৃত্যুর দিনে ওই পড়ুয়ার ভিডিও
রেকর্ড করা হয়েছিল কি না সেই তথ্য জানতে পুলিশ রবিবার একাধিক আবাসিককে জিজ্ঞাসাবাদ
করে। জিজ্ঞাসাবাদের সময় এক পড়ুয়া অসুস্থ বোধ করেন বলে জানা গেছে। মনোবিদকে সঙ্গে নিয়ে
এদিন ফের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। হস্টেলে ছাত্র মৃত্যুর পর সরব হয়েছেন এককালে
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অনেকেই। তারা হস্টেলে নবাগতদের সঙ্গে অতীতে হওয়া মানসিক
ও শারীরিক নিগ্রহের দীর্ঘ ইতিহাস নিয়ে সরব হয়েছেন। উপাচার্য হয়েই বুদ্ধদেব বসু বলেন,
“ যে অভিযোগ উঠেছে, তার ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের
তিনটি স্তম্ভ। প্রশাসন, শিক্ষাবিভাগ ও পড়ুয়া। সব বিভাগের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও
নিষ্ঠা থাকলে সমস্যা হওয়ার কথা নয়”।